Terms & Conditions
📜 শর্তাবলি (Terms & Conditions)
এই ওয়েবসাইটটি ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন। এই ওয়েবসাইটে প্রবেশ, ব্রাউজিং অথবা অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। যদি আপনি এই শর্তাবলির সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।
১. 📦 পণ্য ও অর্ডার
-
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের তথ্য, মূল্য এবং ছবি যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়। তবে ভুলবশত কোনো তথ্য বিভ্রান্তিকর হতে পারে এবং আমরা সেই ভুল সংশোধনের অধিকার রাখি।
-
অর্ডার দেওয়ার সময় আপনি নিশ্চিত করছেন যে প্রদত্ত তথ্য সঠিক এবং সম্পূর্ণ।
-
অর্ডার কনফার্ম হওয়ার পরে আমরা আপনার দেওয়া ঠিকানায় পণ্য প্রেরণ করবো। নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
২. 💰 মূল্য ও পেমেন্ট
-
ওয়েবসাইটে দেখানো সকল পণ্যের মূল্য ভ্যাট/ট্যাক্সসহ বা ছাড়া হতে পারে, তা পণ্যের বিবরণে উল্লেখ থাকবে।
-
আপনি বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
-
কোনো ভুলমূল্য উল্লেখ থাকলে বা টেকনিক্যাল সমস্যার কারণে মূল্য ভুলভাবে প্রদর্শিত হলে, আমরা সেই অর্ডার বাতিল করার অধিকার রাখি।
৩. 🔁 রিটার্ন ও রিফান্ড
-
রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের রিফান্ড ও রিটার্ন পলিসি পেইজে পাওয়া যাবে।
-
নির্দিষ্ট সময় ও শর্তের মধ্যে আপনি রিটার্ন/রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
৪. 🔐 গোপনীয়তা নীতি
-
আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আমাদের অগ্রাধিকার। আমরা আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, ঠিকানা ইত্যাদি তথ্য সংরক্ষণ করি শুধুমাত্র অর্ডার প্রক্রিয়াকরণের জন্য।
-
আমরা আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না (আইনি বাধ্যবাধকতা ছাড়া)।
-
গোপনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে Privacy Policy পেইজটি দেখুন।
৫. ⚠️ ব্যবহার বিধিনিষেধ
আপনি এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না যদি আপনি:
-
কোনো অবৈধ উদ্দেশ্যে ওয়েবসাইট ব্যবহার করেন।
-
ভুয়া বা প্রতারণামূলক অর্ডার দেন।
-
ওয়েবসাইটে ক্ষতিকর কোড/ভাইরাস ইনজেক্ট করার চেষ্টা করেন।
-
অন্য ব্যবহারকারীর তথ্য চুরি বা কপি করেন।
৬. 🔄 পরিবর্তন ও সংশোধন
-
আমরা যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার রাখি।
-
পরিবর্তনের পরে আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তাবলি মেনে নিয়েছেন।
৭. 📍বৈধতা
-
এই ওয়েবসাইট বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হয় এবং যে কোনো আইনগত সমস্যা হলে তা বাংলাদেশ কোর্টের আওতায় সমাধান হবে।
Fashion
Gadget
Home and Kitchen
Mom and baby
Organic
Health and beauty
Sunglass
Accessories
Bag
Home and lifestyle